Site icon Jamuna Television

ব্রয়লার মুরগির দাম এখনও চড়া, কেজিতে কমেছে ১০ টাকা

এখনও চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে কেজিতে ১০ টাকা কমে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে চারটি বড় উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর জানানো হয়েছিল, আজ শুক্রবার (২৪ মার্চ) থেকে কেজিতে দাম কমবে ৩৫ থেখে ৪০ টাকা।

খুচরা দোকানদাররা বলছেন, খামার পর্যায়ে দাম কমানোর সুফল পেতে আর ২-১ দিন সময় লাগবে। পাইকারি বাজার থেকে তারা প্রতিকেজি ব্রয়লার মুরগি কিনেছেন ২৩০-২৩৫ টাকা দরে। সরবরাহ পর্যায়ে দাম কমলে খুচরা পর্যায়ে ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে, ক্রেতারা বলছেন, শুধু বৈঠক করে দাম কমানো সম্ভব হবে না। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি প্রয়োজন। আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন ক্রেতারা।

/এমএন

Exit mobile version