Site icon Jamuna Television

লেবু-বেগুন-শসা-কাচা মরিচের দামে উত্তাপ

রাজধানীর সবজির বাজারে বেশ উত্তাপ। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। শসার কেজি ৬০ টাকা। কাচামরিচের দাম কিছুটা বেড়েছে। বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। আর লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

রাজধানীর নতুন বাজারের বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতাদের চাপ আছে। সরবরাহ পর্যায়ে দাম বেড়েছে। যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে।

তবে ক্রেতারা বলছেন, যেকোনো অজুহাতে দাম বাড়ানো হয়। রমজান মাস আসলেই নিত্যপণ্যের দাম বাড়ে। তবে, এবার রমজান শুরুর আগে থেকেই বাড়ানো হয়েছে। হাত বদলের সবস্তরে তদারকি নেই সরকারের। যে কারণে সুযোগ নিয়ে থাকে অসাধু ব্যবসায়ীরা।

/এমএন

Exit mobile version