Site icon Jamuna Television

সতীর্থদের নিয়ে ‘বিতর্কিত’ সেই উদযাপন করলেন মার্টিনেজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বজয়ীদের রাজকীয় অভ্যর্থনা জানায় আলবিসেলেস্তেরা। বিশ্বজয়ের মাস তিনেক পর লিওনেল মেসিরাও মেতে উঠলো শিরোপার উদযাপনে। তবে এরই ফাঁকে মঞ্চস্থ হলো লুসাইলের ফাইনালে মার্টিনেজের সেই বিতর্কিত উদযাপন। এবার মার্টিনেজ একা নয়, তার সাথে যোগ দিয়েছিল ৪ সতীর্থ।

কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চে এমিলিয়ানো মার্টিনেজের উদযাপন নিয়ে কম কথা হয়নি। একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। তবে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামতেই সব হাওয়া।

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আসর সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লোভস’ নিতে মঞ্চে উঠেছিলেন মার্টিনেজ। পুরস্কারটি নিয়ে বিদ্রূপ অঙ্গভঙ্গিতে উদযাপন করেন মঞ্চেই। যা নিয়ে সমালোচনা করেছেন অনেকেই।

এর আগে, টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছিলেন, আমার হাতে গোল্ডেন গ্লাভস পুরস্কার তুলে দেয়ার পরই ছেলেরা (সতীর্থ) সবাই চিৎকার করে বলেছিল, কোপা আমেরিকার মতো করে কেন উচ্ছ্বাস প্রকাশ করছ না? আমি বলেছিলাম, আবারও ওরকম করবো? তাতে সতীর্থরা বলেছিল, কী হবে তুমি ওরকমটা করলে? ওদের কথা শুনেই ওই আচরণ করেছিলাম।

মার্টিনেজ নিজের কথা রাখতে পারলেন না। সেই বিতর্কিত উদযাপন আবারও করলেন। অবশ্য পানামার বিপক্ষে জয়ের পর বিতর্কিত সেই উদযাপন মার্টিনেজ একা করেননি, তার সঙ্গে যোগ দিয়েছিলেন এরমান পেৎসেলা, গুইদো রদ্রিগেজ, জেরোনিমো রুলি ও মার্কাস আকুনা। পাঁচজনই বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি নিয়ে বিদ্রূপ অঙ্গভঙ্গিতে উদযাপন করেন। দর্শকরাও দৃশ্যটি উপভোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।

/আরআইএম

Exit mobile version