Site icon Jamuna Television

রাজধানীতে ভোক্তা অধিদফতরের তদারকি কার্যক্রম পরিচালনা, ৪ দোকানিকে জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে মাছ ও সবজি বিক্রেতাদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি দল রাজধানীর এই বাজারটিতে তদারকি কার্যক্রম পরিচালনা করে।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, অনেক ব্যবসায়ীর ক্রয় রসিদ না রাখার প্রবণতা আছে। এদের বেশিরভাগই বাড়তি মুনাফা করে। অভিযান চলাকালে ক্রয় রসিদ না থাকা এবং অতি মুনাফামুখী প্রবণতার জন্যে চার দোকানদারকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা পোল্ট্রি ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছেন, প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য ২৪০ টাকার বেশি নেয়া যাবে না। শুক্রবার (২৪ মার্চ) সকালে আড়াইশ টাকা দরে মুরগি বিক্রি হলেও দুপুর থেকে দাম কমিয়ে ২৪০ টাকা নির্ধারণ করেন ব্যবসায়ীরা।

/এমএন

Exit mobile version