Site icon Jamuna Television

সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রেখে সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন

সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেয়া হয়।

আইনে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। একই সাথে রয়েছে ৫ লাখ টাকা জরিমানা। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি হত্যা প্রমাণ হলে ফৌজদারি আইনের মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আইনে চালকদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, উন্নত দেশের ন্যায় চালকদের জন্য ১২টি পয়েন্টের বিধান রাখা হয়েছে। একেকটি অপরাধের জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। সবকয়টি পয়েন্ট শেষ হলে চালকের লাইসেন্স বাতিল হবে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে সড়ক পরিবহন আইন করার জোর দাবি উঠেছিলো।

Exit mobile version