Site icon Jamuna Television

নামাজ পড়া শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন রশিদ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন আব্দুর রশিদ। বৃহস্পতিবার (২৩ মার্চ) মাওনা চৌরাস্তা পুকুর পাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশা চালক।

আব্দুর রশিদ জানান, দুর্ঘটনায় এক পা হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। পরিবারের চার সদস্যকে নিয়ে ভাড়া বাসায় অভাব-অনটনে কাটছিল তার জীবন। পরে স্থানীয়দের পরামর্শে সাপ্তাহিক ১৫শ টাকা কিস্তিতে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশার ব্যাটারি ও অটো মেরামত করে আবার শুরু করেন রিকশা চালানো। অটোরিকশা চালানোর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও করেন রশিদ।

বৃহস্পতিবার মাওনার পুকুর পাড় মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজ আদায় করতে গেলে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। নামাজ শেষে অটো দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তার এমন কান্নার খবর শুনে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার খোঁজ নিচ্ছেন। রিকশাটি না পাওয়া গেলে তাকে নতুন রিকশা কিনে দেবেন বলে আশ্বস্ত করেন তিনি।

এটিএম/

Exit mobile version