Site icon Jamuna Television

অবৈধ অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে যুক্তরাষ্ট্র-কানাডার নতুন চুক্তি

অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে নতুন চুক্তি করলো যুক্তরাষ্ট্র-কানাডা। শুক্রবার (২৪ মার্চ) অটোয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে হয় সমঝোতা। খবর রয়টার্সের।

এর মধ্য দিয়ে দু’দেশের পুরো সীমান্ত এলাকা সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট এসটিসিএর আওতায় আসবে। ফলে অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিংয়ে বাধা দেয়া যাবে অভিবাসনপ্রত্যাশীদের। সম্প্রতি এ পথে বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের ঢল। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। চুক্তির অংশ হিসেবে ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশী নেবে কানাডা।

দু’দিনের সফরে বৃহস্পতিবার কানাডায় পৌঁছান জো বাইডেন। শুক্রবার বক্তব্য রাখেন দেশটির পার্লামেন্টে। চীনের প্রেসডেন্টের রাশিয়া সফরের পরপরই কানাডা গেলেন বাইডেন। অটোয়াতেও মস্কো-বেইজিং পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ করেন, প্রয়োজনের সময় রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন।

এটিএম/

Exit mobile version