Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৯১

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৭ মাত্রার জোরালো ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহত হয়েছেন প্রায় দুই শতাধিক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লম্বকের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে হয় ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিলো এর কেন্দ্রস্থল। পাশের শহর বালিতেও অনুভূত হয় কম্পন।

মুহূর্তেই স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উদ্ধারকর্মীদের দাবি, বেশিরভাগ মানুষ ভবন-স্থাপনা ভেঙ্গে পড়ার কারণে হতাহত হয়েছেন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বেশিরভাগ এলাকা।

স্থানীয় প্রশাসন রাতে সুনামি সর্তকতা জারি করলেও পরে সেটি প্রত্যাহার করা হয়। অনেক হাসপাতালের জরুরি চিকিৎসা চলছে খোলা আকাশের নিচে। গেলো সপ্তাহেই পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপটিতে মাঝারি মাত্রার ভূমিকম্পে নিহত হন কমপক্ষে ১৬ জন।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version