Site icon Jamuna Television

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৩৪

আবারও অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি হয়েছে ভূমধ্যসাগরে। শুক্রবার (২৪ মার্চ) তিউনিসিয়া উপকূলে হয় এ দুর্ঘটনা। নারী ও শিশুসহ নিখোঁজ অন্তত ৩৪ জন। খবর রয়টার্স’র।

তিউনিসিয়ার একটি বন্দর থেকে রওয়ানা দিয়ে ইতালির উদ্দেশে যাচ্ছিলো নৌকাটি। মাত্র দুইদিনে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির পঞ্চম ঘটনা এটি। সব মিলিয়ে নিখোঁজ রয়েছে ৬৭ জন। এ পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সবার মৃত্যু হয়েছে বলে ধারণা কোস্টগার্ডের।

গত দু’দিনে ৫৬টি নৌকা জব্দ করা হয়েছে তিউনিসিয়া উপকূলে। আটক করা হয়েছে প্রায় তিন হাজার অভিবাসনপ্রত্যাশীকে। সম্প্রতি আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বাড়ছে নৌকাডুবির ঘটনা।

এটিএম/

Exit mobile version