Site icon Jamuna Television

শেরপুরে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতীঁতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোরে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। হু হু করে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে প্লাবিত হয়েছে অন্তত ২০ টি গ্রামের কয়েক হাজার মানুষ।পানি ঢুকেছে বসতবাড়িতে। তলিয়ে গেছে রাস্তাঘাট-ব্যবসা প্রতিষ্ঠান। ডুবেছে কয়েকশ’ একর আমন ক্ষেত। এতে চরম বিপাকে পড়েছেন পানিবন্দি মানুষ।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version