Site icon Jamuna Television

তৃতীয় কন্যাসন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

তৃতীয় কন্যাসন্তানের বাবা হলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শুক্রবার (২৪ মার্চ) ইন্সটাগ্রামে এক আবেগঘন পোস্টে নিজেই এ খবর জানান তিনি। নবজাতকের সাথে একটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে। খবর এনডিটিভির।

গত বছরের সেপ্টেম্বরে নতুন অতিথির আসার খবরটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন জাকারবার্গ। এবার মেয়ের সাথেই একটি ছোট্ট মুহূর্ত ভাগাভাগি করলেন সোশ্যাল মিডিয়ায়।

২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাকারবার্গ ও ডা. প্রিসিলা চ্যান। সাত ও পাঁচ বছর বয়সী তাদের আরও দুটি কন্যাসন্তান রয়েছে।

এসজেড/

Exit mobile version