Site icon Jamuna Television

আসামের ৪০ লাখ মানুষকে কারাদণ্ড বা তাড়িয়ে দেয়া যাবে না

আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষকে কারাদণ্ড বা দেশ থেকে তাড়িয়ে দেয়া যাবে না। রোববার সুপ্রিম কোর্টের এই নির্দেশনার কথা জানান এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলা।

তিনি বলেন, এনআরসি ইস্যুতে আসাম সরকারের অবস্থান স্পষ্ট। তালিকা থেকে বাদ পড়াদের ব্যাপারে এখনই কোন পদক্ষেপ গ্রহণ করবে না প্রশাসন।

হাজেলা আরও জানান, চূড়ান্ত তালিকা প্রকাশ করলেও সেটি চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ভুক্তভোগীরা। সে ক্ষেত্রে, ফরেইনার ট্রাইব্যুনালে নাম অর্ন্তভূক্তির বিষয়ে মামলা করতে পারবেন তালিকা থেকে বাদ পড়া বাসিন্দারা।

এনআরসি কর্তৃপক্ষের মতে, এটা দীর্ঘ এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। কারণ, ৩ কোটি মানুষ ৬ কোটির বেশি তথ্য জমা দিয়েছেন। এর মধ্যে, আগস্টের ১ তারিখ প্রকাশ করা তালিকায় বাদ পড়েছে ৪০ লাখ মানুষ। মঙ্গলবার থেকে শুরু হবে নতুনভাবে নাম অর্ন্তভূক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া বলে জানা গেছে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version