Site icon Jamuna Television

রবিউল ওরফে আরাভকে গ্রেফতারের তথ্য নেই পুলিশের কাছে: আইজিপি

স্বর্ণ ব্যবসায়ী রবিউল ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে এমন কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। তবে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি।

ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে, আসামির ভারতীয় পাসপোর্ট থাকায় কীভাবে দেশে ফেরানো যায় সে চেষ্টার কথাও বলেন তিনি।

বনানীর রেস্তোরা থেকে বিএনপির ৫৩ নেতা কর্মী আটক প্রসঙ্গে আইজিপি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ এন্ড ক্রাইম এবং বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজমের ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাসবাদ দমনে এমন কর্মসূচী কার্যকর ভূমিকা পালন করার কথা জানান আইজিপি।

/এনএএস

Exit mobile version