Site icon Jamuna Television

টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

গ্যালারিতে বাংলাদেশী সমর্থকরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

শনিবার (২৫ মার্চ) দুপুর ২টা থেকে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। বাকি দুই ম্যাচের অনলাইন টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন।

টিকিট নিবন্ধন করতে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে। একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট কাটার পর সেটি বুথ থেকে ম্যাচের দিন ও তার আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে সংগ্রহ করতে হবে।

সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ যাবে। এ জন্য দরকার পড়বে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র।

টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

এএআর/

Exit mobile version