Site icon Jamuna Television

তারেকের গোলে এগিয়ে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডিফেন্ডার তারেক কাজীর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিকরা। এটিই তারেক কাজীর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

নিজেদের মাঠ সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসকে আতিথ্য দেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামাল ভূঁইয়ার দলটি। তবে অ্যাটাকিং থার্ডের ব্যর্থতায় বারবার নষ্ট হয় সকল প্রচেষ্টা।

রাইট উইং দিয়ে রাকিব হাসান বেশ কয়েকবার আক্রমণ শানায়। কিন্তু এলোমেলো ক্রসে বল খুঁজে পায়নি কেউই। তবে ম্যাচের ৪১ মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার বাতাসে ভাসানো বল জটলার মধ্যে ক্লিয়ার করতে হেড দেন সিশেলসের ডিফেন্ডার। ফিরতি বলে তারেক কাজীর হেড জড়ায় সিশেলসের জালে। লিড পায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

/আরআইএম

Exit mobile version