Site icon Jamuna Television

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৭ হাজার টাকায়

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৪ কে‌জি ওজ‌নের বড় আকৃতির দুটি ইলিশ মাছ ধরা প‌ড়ে‌ছে। মাছ দুটি বিক্রি করা হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়।

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মৎস্য আড়ত থে‌কে উন্মুক্ত নিলামে মাছ দুটি বিক্রি করা হয়। কিনেছেন ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ।

জানা গেছে, শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে দৌলত‌দিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ বলেন, ইলিশ দুটি ১৬ হাজার টাকায় কিনে ১৭ হাজার ২০০’শ টাকায় বিক্রি করেছি। পদ্মার ইলিশের অনেক চাহিদা। তাই বড় মাছ হলে খুব দ্রুত বি‌ক্রি হ‌য়ে যায়।

এএআর/

Exit mobile version