নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হওয়া একটি মিছিল শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে। জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশের দিকে ইটপাটকেল ছোঁড়েন আন্দোলনাকারীরা।
ঘটনাস্থল থেকে চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

