Site icon Jamuna Television

বাংলাদেশের জার্সিতে এলিটা কিংসলের অভিষেক

অবশেষ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হলো নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের।

শনিবার( ২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে এলিটাকে নামান জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আমিনুর রহমান সজীবের বদলে তাকে নামান হেড কোচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার ঢাকা আবাহনীর হয়ে খেলছেন এলিটা। তিনি দেশি ফুটবলারদের মধ্যে প্রথম লেগে সর্বোচ্চ গোলদাতা।

২০২১ সালে কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে থেকে স্বপ্ন দেখছিলেন লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন। দলকে ভালো কিছু উপহার দেবেন। দেরিতে হলেও অবশেষে কিংসলের স্বপ্ন পূরণ হলো।

ইউএইচ/

Exit mobile version