Site icon Jamuna Television

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর আর নেই

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর। ছবি : সংগৃহীত

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর মারা গেছেন। শুক্রবার (২৪ মার্চ) হাওয়াইতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর আলজাজিরার।

ইন্টেল ও গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

গর্ডন মুর ১৯২৯ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিকোতে জন্ম গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মুর জনস হপকিনস ইউনিভার্সিটির ফলিত পদার্থবিদ্যা গবেষণাগারে পোস্টডক্টারাল ফেলো হিসেবে গবেষণাও করেন।

১৯৬৮ সালে মুর ও রবার্ট নয়েস ফেয়ারচাইল্ড ছেড়ে ইন্টেল প্রতিষ্ঠা করেন। বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতিতে গর্ডন মুরের কাজের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা ছাড়াও মুরের আরেকটি পরিচয় আছে। তার নামে একটি সূত্র প্রচলিত আছে। মুর’স ল বা মুরের সূত্র। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, কম্পিউটারের তথ্য প্রক্রিয়া করার ক্ষমতা প্রতিবছর দ্বিগুণ হবে। তার এ ভবিষ্যদ্বাণী পরে কম্পিউটারের প্রসেসর শিল্পের ভিত্তি হয়ে ওঠে এবং কম্পিউটার বিপ্লবের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে।

১৯৫০ সালের ৯ সেপ্টেম্বর বেটি আইরিন হুইটেকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুর। এ দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।

এএআর/

Exit mobile version