Site icon Jamuna Television

পুতিনকে যে কারণে ধন্যবাদ জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার (২৫ মার্চ) ফোনে আলাপ করেন এই দুই প্রভাবশালী নেতা। খবর ইয়েনি শাফাকের।

খবরে বলা হয়েছে, আলাপকালে পুতিনকে দ্রুত ইউক্রেন সংঘাত নিরসনের জন্য আহ্বান জানান এরদোগান।

তুরস্কের যোগাযোগ পরিদফতর এক বিবৃতিতে জানায়, শনিবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন এরদোগান। এ সময় কৃষ্ণসাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত বছর ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের কয়েকটি বন্দর থেকে বহির্বিশ্বে শস্য রফতানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে ফের তা চালু করা হয়। এ চুক্তির মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো।

ফোনকলে এরদোগান এবং পুতিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতেও সম্মত হন।

এএআর/

Exit mobile version