Site icon Jamuna Television

স্বাধীনতার অর্জনকে ম্লান করতে উদ্ধত বিএনপি: শিক্ষামন্ত্রী

জিয়াউর রহমানের উচ্ছিষ্ট বিলানো দলটি একাত্তরের পরাজিত শক্তিকে সাথে নিয়ে স্বাধীনতার সকল অর্জনকে ম্লান করে দিতে বারবার উদ্ধত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ মার্চ) রাতে জাতীয় শহীদ মিনারে ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা ও আলোর মিছিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি৷

শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও তার দল আমাদের সংবিধানকে বিকৃত করেছে, ইতিহাসকে বিকৃতি করেছে। তারা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে প্রশ্ন তোলে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। তারা আবারও ধর্মান্ধ গোষ্ঠীকে নিয়ে দেশকে পাকিস্তানি ভাবধারায় নিতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বক্তারা ২৫ মার্চ কালরাতের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। পরে শহীদদের স্মরণে ৫৩টি মশাল জ্বালিয়ে আলোর মিছিল বের করেন তারা।

ইউএইচ/

Exit mobile version