Site icon Jamuna Television

বায়ার্ন মিউনিখের নতুন কোচ টমাস টুখেল

ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চেলসির সাবেক কোচ টমাস টুখেলকে।

৫ বছরের চুক্তি থাকলেও কোচ নাগেলসম্যানকে দুই বছর না যেতেই বরখাস্ত করেছে জার্মান ক্লাবটি। তার পরিবর্তেই এই দায়িত্ব পেয়েছেন টুখেল।

নতুন এই দায়িত্বে টুখেলের প্রথম প্রতিপক্ষ তারই সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এদিকে গত সেপ্টেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর মাঝের সময়টা বেকার ছিলেন তিনি। মূলত বড় কোনো ক্লাবের দায়িত্ব নিতেই এতদিন অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই সুযোগ আসলো নিজ দেশের ক্লাবের পক্ষ থেকেই। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড, মেইঞ্জ ০৫ ও এফসি অসবুর্গের কোচ ছিলেন টুখেল।

/এনএএস

Exit mobile version