Site icon Jamuna Television

পেরুর বিপক্ষে জার্মানির আয়েশী জয়

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানের আয়েশী জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জোড়া গোল করেছেন নিকোলাস ফুলক্রুগ।

মেওয়া অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে জার্মানি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। পেরু-রক্ষণে হানা দেয়ার ধারাবাহিকতায় ১২ মিনিটে চলে আসে প্রথম গোল। পেরুর ডিফেন্ডার লুইস আবরাম বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পেয়ে যান ফুলক্রুগ। বুলেট গতির শটে বল জালে জড়ান ভার্ডার ব্রেমেনের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের জন্য জার্মানিকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৩ মিনিটে মারিয়ুস ভলফের ক্রস থেকে পাওয়া বল আরেকবার জালে জড়ান ফুলক্রুগ।

দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ নষ্ট করেছে জার্মানি। ৬০ মিনিটে সার্গ জিনাব্রির ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজের নেয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে কোনো গোলই করতে পারেনি জার্মানি। মাঠ ছাড়ে প্রথমার্ধে এগিয়ে যাওয়া ২-০ ব্যবধান নিয়ে।

/এনএএস

Exit mobile version