Site icon Jamuna Television

বিএনপি পাকিস্তানি ভাবধারায় চলছে: কাদের

ফাইল ছবি

বিএনপি পাকিস্তানি ভাবধারায় চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ মার্চ) ভোরে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদসহ নানা পোশাকে তারা স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। এই অপশক্তিকে পরাস্ত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়াই এখন সরকারের অন্যতম অঙ্গীকার বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এনএএস

Exit mobile version