Site icon Jamuna Television

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

ছবি: সংগৃহীত

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। শনিবার (২৫ মার্চ) এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরা’র।

পুতিন বলেন, এ সংক্রান্ত চুক্তি হয়েছে মিত্রদেশটির সাথে। এতে আন্তর্জাতিক পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ হবে না বলেও দাবি করেন পুতিন।

তিনি বলেন, ইউরেনিয়াম মজুদে ১ জুলাইয়ের মধ্যে একটি স্থাপনা তৈরির কাজ শেষ হবে। প্রশিক্ষণ দেয়া হবে বেলারুশের সেনাদের। তবে অস্ত্র পরিচালনার নিয়ন্ত্রণ মিনস্কের হাতে দেয়া হবে না। বেলারুশে আগেই পরমাণু বহনে সক্ষম ১০টি যুদ্ধবিমানও মোতায়েন করেছে রাশিয়া। পাঠিয়েছে কয়েকটি ইস্কান্দর মিসাইল ব্যবস্থাও; যা পরমাণু অস্ত্র ছুঁড়তে ব্যবহার করা যায়।

সম্প্রতি, ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দেয় ব্রিটেন। যার, পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন পুতিন।

/এনএএস

Exit mobile version