Site icon Jamuna Television

পেনসিলভানিয়ায় চকলেট কারখানায় বিস্ফোরণ, প্রাণহানি বেড়ে ৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চকলেট কারখানায় হওয়া বিস্ফোরণে এখনো নিখোঁজ ৬ কর্মী। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে, গুরুতর দগ্ধ ৯ জন। খবর দ্য গার্ডিয়ান’র।

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতেও, জীবিত অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের ব্যাপারে আশাবাদী ফায়ার ব্রিগেড কর্মীরা।

‘আর এম পালমার’ নামের কারখানাটিতে মূলত ইস্টার সানডের বিশেষ চকলেট বানানো হতো। শুক্রবার, কী কারণে জোরালো বিস্ফোরণ ঘটে- তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছে, গ্যাস লিকেজ থেকেই ভয়াবহ এ দুর্ঘটনা।

/এনএএস

Exit mobile version