Site icon Jamuna Television

সরকারের কাছে দেশরক্ষার কোনো পরিকল্পনা নেই: ইমরান

ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজ সরকারের কাছে পাকিস্তানকে অর্থমন্দা এবং রাজনৈতিক সংকট থেকে রক্ষার কোনো পরিকল্পনা নেই। শনিবার (২৫ মার্চ) মধ্যরাতে, লাহোরের জন-সমাবেশে এই অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডন’র।

বুলেটপ্রুফ গাড়ি থেকে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। এ সময়, রাজনীতি থেকে উৎখাতে তার বিরুদ্ধে সরকার কী কী ন্যাক্কারজনক পদক্ষেপ গ্রহণ করেছে- সেসব তুলে ধরেন।

তিনি বলেন, ভুয়া অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মসনদ থেকে উৎখাত করেই শান্ত হয়নি সরকার। বরং, তেহরিক ই ইনসাফ যেনো নির্বাচনে লড়তে না পারে; সেজন্য সব বন্দোবস্ত করেছে।

ইমরান অভিযোগ করেন, তার এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক ভুয়া মামলা। তিনি সরকারের কাছে, দেশরক্ষার রোডম্যাপ চান। একইসাথে বলেন, জনতার সমর্থন ছাড়া সংকট থেকে উত্তরণের কোনো উপায় নেই।

ইমরান খানের এ বক্তব্যকে নির্বাচনের আগে সবশেষ ভাষণ হিসেবে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা, আলোচিত তোশাখানা মামলায় যেকোনো দিন গ্রেফতার হতে পারেন তিনি।

/এনএএস

Exit mobile version