Site icon Jamuna Television

স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলো প্রথম স্প্যান

প্রথম স্প্যান বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুতে। জাজিরা অংশে দুটি পিলারে স্প্যান বসানো হয়েছে।

সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলার ওপর এ স্প্যান বসানো হলো। স্প্যান বসানো অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যোগ দিয়েছেন। প্রকল্প পরিচালক জানিয়েছেন, তীব্র স্রোতের কারণে স্প্যান বসাতে দেরি হয়েছে। প্রতিটি পিলারের নীচে বসানো হয়েছে ৬টি পাইল। এরপর কংক্রিটের ঢালাই দিয়ে জমাট বাধাঁর পর পিলারে বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিয়ারিং। যার মাধ্যমে আটকে থাকবে সাড়ে ৩ হাজার টন ওজনের স্প্যান। এছাড়া ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাজ এখন শেষ পর্যায়ে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version