Site icon Jamuna Television

গ্রেফতার গুঞ্জনের মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু ট্রাম্পের

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুক জুড়ে চলছে এমনই গুঞ্জন। আর এর ফলে উত্তেজনা দেখা দিয়েছে দেশটির রাজনীতিতেও। এমনই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

শনিবার (২৫ মার্চ) টেক্সাসে প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় যোগ দেন রিপাবলিকান এ নেতা। এদিন তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তার বিরুদ্ধে চলা নানা তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেও আখ্যা দেন তিনি।

ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারাই আমাকে ফের হোয়াইট হাউসে ফিরিয়ে নেবেন। ডেমোক্র্যাটদের রাজত্ব শেষ হবে, আমেরিকা আবারও মুক্ত দেশ হবে।

এ সময় অস্ত্র আইনসহ বাইডেন প্রশাসনের বিভিন্ন নীতিমালার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। সম্প্রতি নিজেই নিজের গ্রেফতারের আশঙ্কার কথা জানিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

এসজেড/

Exit mobile version