Site icon Jamuna Television

আসামে নাগরিকত্ব তালিকায় পুনঃনিবন্ধন শুরু

আসামে শুরু হয়েছে নাগরিকত্ব তালিকায় পুনঃনিবন্ধন কার্যক্রম। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এতে আশায় বুক বেঁধেছেন প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রায় ৪০ লাখ বাসিন্দা।

এখন প্রথাগত কাগজের ফর্মে আবেদন করছেন তারা। আগামী ১০ আগস্ট থেকে এনআরসি ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম ডাউনলোড করা যাবে। দাবি, আপত্তি এবং সংশোধনের ভিত্তিতে ভাগ করা হয়েছে এসব আবেদনপত্র।

সব তথ্য-প্রমাণের ভিত্তিতে খুব শিগগিরই প্রকাশ করা হবে আসামের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা। সেই পর্যন্ত, বাদ পড়া বাসিন্দাদের কারাদণ্ড বা দেশ থেকে তাড়ানোর ওপর বিধিনিষেধ আরোপ করেছেন ভারতীয় সর্বোচ্চ আদালত।

নির্দেশনায় আরও বলা হয়, চূড়ান্ত নাগরিকত্ব তালিকা থেকে নাম বাদ পড়লেও ফরেইনার ট্রাইব্যুনালে সেটি চ্যালেঞ্জের সুযোগ থাকবে।

Exit mobile version