Site icon Jamuna Television

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শেরেবাংলা নগরে চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা এবং পেশায় চা বিক্রেতা। তার পিতা মৃত ফজলুল হক।

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু হাসপাতালের আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আল-মামুন জানান, নিহত ব্যক্তি আজ সকালে তার মা ও স্ত্রীর সাথে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। পরে শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

এএআর/

Exit mobile version