Site icon Jamuna Television

বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিটের জন্য আলাদা কাউন্টার খোলে পরিবহনগুলো। তবে প্রথম দিন ঘরমুখো মানুষের টিকিট কেনার জন্য ভিড় দেখা যায়নি। আগামীকাল থেকে বিক্রি হবে ট্রেনের টিকিট।

গত রোববার থেকে বাসের টিকিট বিক্রির কথা থাকলেও দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত পরিবর্তন করে। একই সঙ্গে পরিবহনগুলোকে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় না করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে। ফিরতি টিকিট ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি হবে।

Exit mobile version