Site icon Jamuna Television

আহত সারসকে উদ্ধার করা সেই যুবকের বিরুদ্ধে বনবিভাগের মামলা

আহত একটি সারসকে বাঁচিয়ে সুস্থ করে তুলেছিলেন ভারতের উত্তরপ্রদেশের অমেঠীর যুবক মোহাম্মদ আরিফ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্যের বনবিভাগ। ইতোমধ্যে তাকে পাঠানো হয়েছে নোটিশ। তাতে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল গৌরীগঞ্জের বিভাগীয় বন দফতরে হাজির থাকতে হবে। খবর আনন্দবাজারের।

সারসটিকে নিজের কাছে রাখার অভিযোগে বন দফতর আরিফের বিরুদ্ধে মামলা করেছে। শনিবার (২৫ মার্চ) আরিফকে নোটিস পাঠিয়েছে তারা। গৌরীগঞ্জের বিভাগীয় সহ-বন কর্মকর্তা রণবীর সিং জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বছর খানেক আগে বাড়ি থেকে কিছু দূরে একটি আহত সারস পান আরিফ। সেটির পা ভেঙে গিয়েছিল। বাড়িতে এনে সেবা-শুশ্রূষা করে সারিয়ে তোলেন সারসকে। তারপর সেটিকে আবার ছেড়ে দিয়ে এসেছিলেন মাঠে। কিন্তু আরিফের সেবায় বন্ধু বনে যাওয়া সারস আবার ফিরে যায় বাড়িতে। গড়ে ওঠে দুজনের নিবিড় সম্পর্ক।

আরিফ ও সারসের বন্ধুত্বের কথা ছড়িয়ে যায় এলাকার সবার মুখেমুখে। গেল ২১ মার্চ সারসটিকে আরিফের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগ। সেটিকে রায়বরেলীর সামাসপুর অভয়ারণ্যে ছেড়ে দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version