Site icon Jamuna Television

বরিশালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আ. লীগ নেতাকে মারধর

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মারধরে শিকার হলেন এক আওয়ামী লীগ নেতা। রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবালের সাথে বিরোধ ছিল ইদ্রিস বালির। সকালে দু’জনেই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের লোকজন মারধর করে বলে অভিযোগ করেন করেন ইদ্রিস বালি। পরে অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সেখানেই এই ঘটনা ঘটে।

ইউএইচ/

Exit mobile version