Site icon Jamuna Television

সড়ক পরিবহন আইন শুভঙ্করের ফাঁকি: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। এটা শুভঙ্করের ফাঁকি। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গতকাল সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। খসড়ায় সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। একই সাথে রয়েছে ৫ লাখ টাকা জরিমানা। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি হত্যা প্রমাণ হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা ন্যায়-অন্যায় বোঝে না। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। শহিদুল আলমকে গ্রেফতার ও নির্যাতন তার সবচেয়ে বড় প্রমাণ।

বর্তমানে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেন রিজভী।

Exit mobile version