Site icon Jamuna Television

অর্ধশতাধিক ঘর পুড়ে যাওয়ার পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরআগেই পুড়ে গেছে অন্তত অর্ধশতাধিক ঘর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। বস্তির মধ্যবর্তী স্থানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গ্যাসের চুলা নাকি অন্যকিছু থেকে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ঘরে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে অন্তত অর্ধশতাধিক টিনের ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করেন স্থানীয় বাসিন্দারাও।

এএআর/

Exit mobile version