Site icon Jamuna Television

চেরি ফুলের গোলাপী আভায় ছেয়ে গেছে ওয়াশিংটন ডিসি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র সৌন্দর্য্য কয়েকগুণ বাড়িয়ে দিলো সাদা-গোলাপী রঙের চেরি ফুল। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে জাতীয় উদ্যানে ভিড় করছেন মার্কিনীরা। খবর ওয়াশিংটন পোস্টের।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ-এপ্রিল মাসেই চেরি ফোটার মৌসুম। সে কারণে, উদ্যানের ৭০ ভাগ এলাকা পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশে অনেকেই সেখানে বনভোজন করছেন। নৌকায় ঘুরে বেড়াচ্ছেন সরোবরে।

১৯১২ সালে বন্ধুত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকে ১০০টি চেরি ফুলগাছ উপহার দিয়েছিল জাপান। বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজারে। চীন, জাপান ও তাইওয়ানে চেরি ফুল ফোটার এই মৌসুমে উদযাপিত হয় ঐতিহ্যবাহী ‘হানামি’ উৎসব।

এসজেড/

Exit mobile version