Site icon Jamuna Television

সীমান্তে ইউক্রেনের ড্রোন ধ্বংস করলো রাশিয়া

সীমান্ত লাগোয়া শহরে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান বাহিনী। রোববার (২৬ মার্চ) এমন দাবি করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, কিরেভেস্ক শহরে মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়েছে ড্রোন। তাতে থাকা ৩ আরোহী গুরুতর আহত-দগ্ধ। রাশিয়ার অভিযোগ, তুলা অঞ্চলের লোকালয়ে ব্যাপক হামলা চালিয়েছে বিস্ফোরক বোঝাই এই ড্রোন। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি আহত করেছে বহু রুশ বাসিন্দাকে। এটিকে ‘টুপলভ- ওয়ান ফোরটি ওয়ান’ ড্রোন হিসেবে শনাক্ত করেছে মস্কো। নিরাপত্তা বাহিনীর বেশ কিছু যুদ্ধবিমান এটিকে তাড়া করে সীমান্তের খালি জায়গায় নিয়ে যায়। পরে মিসাইল ছুঁড়ে ভূপাতিত করে।

অবশ্য লোকালয়ে হামলার কথা স্পষ্ট অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। গেলো ডিসেম্বরে এই এলাকাতেই রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়ে প্রাণ হারান প্রভাবশালী তিন সামরিক কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version