Site icon Jamuna Television

পশ্চিম তীরে ফের মুসলিমদের বাড়িতে অগ্নিসংযোগ ইহুদিদের

রমজান মাসেও মুসলিমদের প্রতি ইহুদি দখলদারদের নিপীড়ন থামছে না। পশ্চিম তীরে ফের মুসলিমদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে দখলদার ইহুদিরা। রোববার (২৬ মার্চ) এই অভিযোগ করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

সিনজেল এলাকার একটি পারিবারিক বসতভিটায় করা হয় এ অগ্নিসংযোগ। মালিক আহমেদ আশরেহ্ জানান, গভীর রাতে জানালার কাঁচ ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। এরপরই আগুন ছড়িয়ে পড়তে দেখেন সারা বাড়িতে। এ সময় চার সন্তান আর স্ত্রীকে নিয়ে দ্রুত বেরিয়ে আসেন তিনি।

একইদিন দখলকৃত এলাকাটিতে গুলিবিদ্ধ করা হয় দুই ইহুদি সেনাকে। যাতে গভীর ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। হামলাকারীদের সন্ধানে চলছে তল্লাশি। তবে অগ্নিসংযোগের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে আখ্যা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

গত মাসেই, ফিলিস্তিনিদের ঘরবাড়ি-বাণিজ্যিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কট্টর জায়নবাদীরা। রমজান মাসে সহিংসতা বন্ধে দু’দফায় হয় ইসরায়েল-ফিলিস্তিন সংলাপ। তবে কেনো সুফল মিলছে না।

এসজেড/

Exit mobile version