Site icon Jamuna Television

সালমান খানকে হুমকি দেয়া যুবক গ্রেফতার

মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে। কথা না শুনলে ঝটকা খাবেন। এমনই এক হুমকি ইমেইলে পাঠানো হয় সালমান খানকে। মেইলে বলা হয়, সালমানের সাথে সামনা সামনি দেখা করতে চান বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। তার পরই মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে শুরু হয় তদন্ত। অবশেষে গ্রেফতার হলেন হুমকিপ্রদানকারী সেই ব্যক্তি। খবর ইন্ডিয়া ট্যুডের।

গ্রেফতার যুবকের নাম ধাকড়রাম বিষ্ণোই (২১)। হুমকি আসার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। তদন্তে দেখা যায়, জোধপুর থেকেই পাঠানো হয়েছে এই চিঠি। গ্রেফতারের পর মুম্বাইয়ে পাঠানো হয়েছে ওই যুবককে।

নিহত গায়ক মুসেওয়ালাকে বারবার হুমকি পাঠাতেন এই বছর একুশের যুবক। ২০২২ সালে অস্ত্র আইনে জোধপুরের সর্দারপুরায় এই ধাকড়রাম বিষ্ণোইয়ের নামে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে সালমান খানকে হুমকি দেয়ার পরপরই বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাতারাতি বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীর সংখ্যা। তবে ধাকড়রামের গ্রেফতারের পর কিছুটা হলেও স্বস্তিতে আছেন সালমান।

এটিএম/

Exit mobile version