Site icon Jamuna Television

একমাসে সপ্তমবারের মতো মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

পশ্চিমা চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মিসাইল পরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়া। চলতি মাসে সপ্তম দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়লো দেশটি। সোমবার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ‘জয়েন্ট চিফ অব স্টাফ’। খবর সিএনএন এর।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ হোয়াংহায়ে এলাকা থেকে ছোড়া হয় দুটি ক্ষেপণাস্ত্র। এর তীব্র নিন্দা জানিয়ে সিউলের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া ভেস্তে দিতেই এই অপতৎপরতা চালাচ্ছে কিম জং উন প্রশাসন।

এটিকে জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবেও আখ্যা দেয় দক্ষিণ কোরিয়া। জাপান জানিয়েছে, তাদের বিশেষায়িত অর্থনৈতিক জোনে গিয়ে পড়েছে মিসাইলের ভাঙা অংশ।

অবশ্য, গত সপ্তাহে ছোড়া অত্যাধুনিক ড্রোন নজর কেড়েছে সবার। পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই অস্ত্র পানির নিচ দিয়ে অনায়াসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া উত্তর কোরিয়া পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ-নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

এসজেড/

Exit mobile version