Site icon Jamuna Television

বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল

বাবা হতে চলেছেন হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। চলতি বছরের শেষ নাগাদ ড্যানিয়েল ও তার প্রেমিকা এরিন ডার্ক যুগলের কোলে আসতে যাচ্ছে তাদের প্রথম সন্তান। খবর বিবিসির।

২০১৩ সালে একটি সিনেমার সূত্রে তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব থেকে প্রেমের শুরু। তারপর কেটে গেছে এক দশক। যদিও তারা তাদের সম্পর্ক ব্যক্তিগত পরিসরে রেখেছেন সবসময়।

‘হ্যারি পটার’ এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান ড্যানিয়েল। তিনি সর্বশেষ ‘ওয়েয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা গত বছর মুক্তি পায়।

এটিএম/

Exit mobile version