Site icon Jamuna Television

রাস্তার ধারের গাছগুলির গায়ে কেন সাদা রং করা হয়?

রাস্তা দিয়ে চলাচলের সময় প্রায়ই আমারা দেখতে পাই রাস্তার ধারে থাকা গাছে সাদা রং করা। এর আসল কারণ খুঁজতে অনেকের মনে কৌতূহল জন্মায়। এসব গাছে সাদা রং কেন করা থাকে?

আসলে রাস্তার ধারের গাছগুলোতে সাদা রং করার পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। যদিও এই বৈজ্ঞানিক কারণ অনেকেই জানেন না। মূলত গাছগুলির সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে। রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছে সাদা রং করার জন্য চুনের ব্যবহার করা হয়ে থাকে।

চুন দিয়ে রং করা থাকলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। যে কারণে গাছের গোড়ায় পোকামাকড় সেইভাবে আক্রমণ করতে পারে না এবং সবচেয়ে বড় বিষয় হলো উইপোকা বাসা বাঁধতে পারে না। এসবের কারণে গাছের আয়ু বৃদ্ধি পায়। পাশাপাশি চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে।

বিশেষজ্ঞদের মতে, গাছের গায়ে চুন দিয়ে রং করা হলে বা চুন দিলে গাছের বাকল ফাটে না। গাছ আরও মজবুত হয়। সাদা রং করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। সাদা রংয়ের কারণে গাছের কুঁড়ির ক্ষতি হয় না।

অন্যদিকে রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং করার পিছনে যানবাহন এবং পথ চলতি মানুষদের সুরক্ষাও জড়িয়ে রয়েছে। কারণ অনেক রাস্তা রয়েছে যেখানে স্ট্রিট লাইট থাকে না। স্ট্রিট লাইট না থাকলেও গাছের গায়ে থাকা সাদা রং অনেকটাই পথ চলতি মানুষ এবং যানবাহনের যাতায়াতে সুবিধা হয়।

এছাড়াও গাছের গায়ে সাদা রং করার পিছনে আরও একটি কারণ রয়েছে। রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং থাকার অর্থ হলো এই সকল গাছ বনঅধিদফতরের তত্ত্বাবধানে রয়েছে এমনটা চিহ্নিত করা হয়। এই সকল গাছ কোনো সাধারণ ব্যক্তি কেটে ফেলতে পারবেন না অথবা নষ্ট করতে পারবেন না।
তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version