Site icon Jamuna Television

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় ইউক্রেন

ছবি : সংগৃহীত

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চেয়েছে ইউক্রেন। খবর ইয়ন নিউজের।

রোববার (২৬ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করে নিরাপত্তা পরিষদকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

এরআগে শনিবার (২৫ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেভাবে কোমর বেঁধে নেমেছে, তা আর মেনে নেয়া যাচ্ছে না। রাশিয়াকেও তাই অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে। সে জন্যই রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে, কৌশলগত কারণে বেলারুশে তারা পরমাণু অস্ত্র রাখার ব্যবস্থা করবে।

রাশিয়ার এই সিদ্ধান্ত শোনার পরেই জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে ইউক্রেন। যদিও জাতিসংঘের পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এএআর/

Exit mobile version