Site icon Jamuna Television

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব সিপিডির

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, বেসরকারি খাতে কর্মীদের বেতন গতানুগতিকের চেয়ে বেশি হারে বৃদ্ধি হওয়া উচিত। আগামী বাজেট বিষয়ক ব্রিফিংয়ে এমন অভিমত তুলে ধরেছে সিপিডি।

সিপিডি বলছে, রাজস্ব আয়ের দুর্বলতার কারণে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরেছে সরকার। তবে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার সুফল পাচ্ছে না বাংলাদেশ। চাল, সয়াবিন তেল, চিনি ও গরুর মাংসের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি।

এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতির গতি ফেরাতে নানা উদ্যোগ আছে। তাতে খুব একটা সফলতা আসেনি। ধীরগতিতে অগ্রসর হচ্ছে অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি নেই, বরং মাঝে মাঝে কমছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, রফতানি আয়ে প্রবৃদ্ধি তৈরি পোশাক খাত নির্ভর। অন্য খাতে নেতিবাচক ধারা তৈরি হয়েছে, যা এখন শঙ্কার কারণ।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের বেতনে ভ্যাট বাতিলের পরামর্শ দিয়েছে সিপিডি। বলছে, হতদরিদ্রদ্যের জন্যে নগদ সহায়তা এবং কৃষিতে প্রণোদনা বাড়ানো প্রয়োজন। এছাড়া দেশে উৎপাদিত পণ্যের দামও অযৌক্তিক হারে বাড়ছে।

এসজেড/

Exit mobile version