Site icon Jamuna Television

ওমরাহ পালন করতে গিয়ে চরম কটাক্ষের শিকার অভিনেত্রী হিনা খান

ভারতীয় টেলিভিশন অভিনেতা হিনা খান। বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পান ব্যাপক। বর্তমানে বলিউডেও কাজ করছেন এই অভিনেত্রী। পবিত্র রমজান উপলক্ষে গিয়েছিলেন হজ পালনে। এতে হয়েছেন নেটিজেনদের কটাক্ষের শিকার। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

পবিত্র নগরী মক্কার কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন হিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তা আবার ভাগ করে নেন ভক্তদের সাথে। ইতোমধ্যেই অভিনেত্রীর কমেন্টবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, এই জন্য ওমরাহ করতে গিয়েছেন, লজ্জা হওয়া উচিত আপনার। অনেকেই আবার মন্তব্য করেন, এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো!

কেউ আবার মন্তব্য করেন, মালদ্বীপ, লন্ডন, সুইজ়ারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে। এমন বিরূপ মন্তব্যের জেরে পরে অভিনেত্রী কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন।

এটিএম/

Exit mobile version