Site icon Jamuna Television

হংকংয়ে নিষেধাজ্ঞার ২ বছর পর মিললো সমাবেশের অনুমতি

নিষেধাজ্ঞার দু বছর পর হংকং এ একটি বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। তবে মানতে হয়েছে পুলিশের শর্তাবলী। খবর বিবিসির।

২০২০ সাল থেকে সব ধরনের প্রতিবাদ মিছিল নিষিদ্ধ করা হয় চীনের বিশেষ প্রশাসনিক এই অঞ্চলে। রোববার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভটি মূলত একটি জমি পুনুরুদ্ধারের জন্য ছিল। মিছিলে মাত্র ১০০ জন উপস্থিতির অনুমতি দেয়া হয়। অংশগ্রহণকারীদের পড়তে হয় পুলিশের দেয়া ট্যাগ নাম্বার। কর্মসূচীতে নেয়া ব্যানার পরীক্ষা করে ব্যবহারের অনুমতি দেয়া হয় প্রশাসন। কিন্তু এত কড়াকড়ির পরেও আবারো সভা সমাবেশের অনুমতিতে খুশি প্রতিবাদকারীরা। ২০১৯ সালে হংকং এ জারি করা হয় জাতীয় নিরাপত্তা আইন।

এটিএম/

Exit mobile version