Site icon Jamuna Television

খেলা শুরু হবার শেষ সময় ৫.৪৮ মিনিট; ম্যাচ হতে পারে ৫ ওভারের

ছবি: সংগৃহীত

আইরিশদের বিপক্ষে বিশাল লক্ষ্য দিয়েছে টাইগাররা। কিন্তু রেকর্ডময় আরও একটি ম্যাচের ভাগ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ডি/এল মেথডে খেলা শুরু হবার শেষ সময় নির্ধারিত হয়েছে ৫টা ৪৮ মিনিট। বলা হয়েছে, খেলা হতে পারে ন্যূনতম ৫ ওভার।

১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ থামার পর লক্ষ্য কত হবে সেটাই ছিল মূল আকর্ষণ। কিন্তু বৃষ্টি না থামায় লক্ষ্যটাও সঠিকভাবে বলা যাচ্ছে না।

এই ম্যাচ শেষ করতে হলে খেলা শুরু করার শেষ সময় ৫টা ৪৮ মিনিট। এরপর আর খেলা হবার কোনো সুযোগ নেই। যদি এর আগেও খেলা শুরু হয় তাহলে ডি/এল মেথডে নির্ধারিত হতে পারে আইরিশদের লক্ষ্য।

যদি ১০ ওভারে খেলা হয় তাহলে ১২৫ রান লক্ষ্য হবে আয়ারল্যান্ডের। কিন্তু সম্ভাবনা রয়েছে আরও কম ওভার খেলা হবার। সেক্ষেত্রে ৫ ওভার খেলা হলে ৬৯ রান লক্ষ্য হবে তাদের। তবে বৃষ্টি শেষ হবার পর মাঠ তৈরি করতে আরও পৌনে এক ঘণ্টা সময় পাবে মাঠ কর্মীরা।

/এ এইচ

Exit mobile version