Site icon Jamuna Television

নরসিংদীতে অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৭ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এর আগে রোববার দিবাগত রাতে শিবপুর থানার মুন্সেফেরচর-চরসিন্দুর সড়কের কাঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, ১টি ওয়ান সুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি কাটার, ১টি পিকআপ গাড়ি, ২টি লোহার পাইপ ও ১টি লোহার তৈরি বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শিবপুর থানার উত্তর সাধারচর এলাকার মো. মাসুদ মিয়া (৩৩), খড়কমারা এলাকার মো. অহিদুল্লাহ ভূঁইয়া (২৫), বেলাব থানার পশ্চিম পোড়াদিয়ার বিল্লাল হোসেন (৪৮), নেত্রকোণার কলমাকান্দার সিংপুর এলাকার হোসেন আলী (৫১) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কাইনালীভিটার এছাক মিয়া (৬০)। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৩ থেকে ১৬টি পর্যন্ত ডাকাতি ও চুরির মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী পুলিশ জানান, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর রাতে শিবপুরের কুমরাদী এলাকার দুই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি হয়। এই ঘটনার পর জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা শাখার একটি দল।

গোপন তথ্যের ভিত্তিতে রোববার ডাকাতির প্রস্তুতির সময় শিবপুরের কাঠালতলা মোড় এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ৫টি গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

এসজেড/

Exit mobile version