Site icon Jamuna Television

৫.৪০ মিনিটে শুরু হবে খেলা; ৮ ওভারে আইরিশদের টার্গেট ১০৪ রান

ছবি: সংগৃহীত

অবশেষে বৃষ্টি কমায় খেলা শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে। যেখানে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান। খেলা শুরু হবার শেষ সময় ধরা হয়েছে ৫টা ৪০ মিনিট।

চট্টগ্রামে হাই-স্কোরিং ম্যাচে বৃষ্টির কারণে পণ্ড হবার পথে ছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ডের ১ম টি-টোয়েন্টি ম্যাচটি। স্বাগতিকরা তাদের ইনিংসও শেষ করতে পারেনি বৃষ্টির কারণে। ৪ বল আগে ৫ উইকেটে ২০৭ রানে থামতে হয় তাদের।

প্রায় দুই ঘন্টা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে হয় দুই দলকে। যেখানে ৫টা ৪০ মিনিটে খেলা শুরু করার জন্য আউট ফিল্ড ঠিক করেছে মাঠ কর্মীরা। ৮ ওভারে ১০৪ রান করতে ওভার প্রতি ১৩ করে তুলতে হবে আইরিশদের।

/এ এইচ

Exit mobile version